এনায়েতপুর থানায় ১৫ পুলিশ হত্যা : সন্দেহভাজন আসামি মান্নান ফকির কারাগারে

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা, অস্ত্র লুট ও ১৫ পুলিশ সদস্য হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে মান্নান ফকিরকে (৪৮) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

গতকাল সোমবার (২ ডিসেম্বর) দুপুরে এনায়েতপুর থেকে গ্রেপ্তারের পর সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মান্নান ফকির এনায়েতপুরের আজুগড়া গাবেরপাড়ার মৃত সোহরাব আলী ফকিরের ছেলে।

এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মান্নান ফকির ৪ আগস্ট থানায় হামলা ও পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

  • ১৫ পুলিশ হত্যা
  • আসামি
  • এনায়েতপুর থানা
  • কারাগারে
  • #