চট্টগ্রামে সহিংসতার ঘটনায় আরো এক মামলায় আসামি ২৯

: চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২ সপ্তাহ আগে

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে কারাগারে নেওয়ার সময় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাসহ ২৯ জনকে আসামি করে আরো একটি মামলা হয়েছে।

নগরীর কোতোয়ালী থানায় মোহাম্মদ উল্লাহ নামে এক ব্যক্তি মঙ্গলবার মামলাটি করেছেন বলে ওসি আব্দুল করিম জানিয়েছেন।
এ নিয়ে সহিংসতা ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় মোট ছয়টি মামলা হয়েছে। যার মধ্যে তিনটি মামলার বাদী পুলিশ।

ওসি করিম বলেছেন, নতুন মামলায় দুই সাবেক ওয়ার্ড কাউন্সিলরসহ ২৯ জনকে আসামি করা হয়েছে; এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৪০/৫০ জনকে।

বাদী মোহাম্মদ উল্লাহ নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়ে মামলাটি করেছেন জানিয়ে ওসি বলেন, বাদী মামলায় অভিযুক্তদের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ এবং ইসকন সমর্থক বর্ণনা দিয়েছেন।

এ মামলায় প্রথম আসামি করা হয়েছে ৩২ নম্বর আন্দরিকল্লা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নগর আওয়ামী লীগ নেতা জহর লাল হাজারিকে। দ্বিতীয় আসামি হয়েছে ২১ নম্বর জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন। যদিও গত ৫ অগাস্ট সরকার পতনের পর থেকে এই সাবেক দুই কাউন্সিলরের কোনো হদিস নেই।

মামলার অভিযোগে থেকে জানা যায়, এজাহারভুক্ত ২৯ জন আসামিসহ অজ্ঞাত আরও ৪০-৫০ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, আওয়ামী লীগ এবং ইসকন সমর্থক রয়েছে।

  • আসামি
  • চট্টগ্রাম
  • মামলা
  • সহিংসতা
  • #