স্ত্রীর ভারতীয় শাড়ি আগুনে পোড়ালেন রিজভী

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

নিজের স্ত্রীর একটি ভারতীয় শাড়ি ছুড়ে ফেলে পুড়িয়ে দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী। পরে তাতে আগুন দিয়েছেন উপস্থিত নেতাকর্মীরা। রিজভী বলেন, তারা (ভারত) যদিও আমাদের পতাকাকে অসম্মান করেছে। কিন্তু আমরা ওদের পণ্য বর্জন করব। এর আগে চলতি বছর ২২ মার্চ নিজের গায়ে থাকা একটি ভারতীয় চাদর ছুড়ে ফেলেছিলেন বিএনপির এই নেতা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সাধারণ চিকিৎসক সমাজের উদ্যোগে আয়োজিত ‘ভারতীয় পণ্য বর্জন’ কর্মসূচিতে তিনি এই কথা বলেন।

বক্তব্য দেওয়ার সময় রুহুল কবির রিজভী ব্যাগ থেকে একটি লাল রঙের শাড়ি বের করে বলেন, এই সেই ইন্ডিয়ান শাড়ি। আমার স্ত্রীর ছিল, সে নিজেই এই শাড়ি দিয়েছে। আজকে সেই শাড়ি আমি আপনাদের সামনে ছুড়ে ফেললাম।

এ কথা বলার পর শাড়িটি মঞ্চের সামনের দিকে সড়কে ছুড়ে দেন রিজভী। পরে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘দিয়ে দেও, আগুন দিয়ে দেও’। এমন নির্দেশনার পর দলটির নেতাকর্মীরা শাড়িটি নিয়ে তাতে আগুন জ্বালিয়ে দেন।

তিনি বলেন, ভারতের আগরতলায় কিছু উগ্রবাদী মানুষ বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রধান ফটক ভেঙে আমাদের কর্মচারীদের আঘাত করেছে। আমাদের জাতীয় পতাকার যে খুঁটি রয়েছে, সেটি ভেঙে আমাদের পতাকাকে তারা ছিঁড়েছে। কলকাতায় যে হাইকমিশন রয়েছে সেখানে গিয়েও তারা আজেবাজে বলেছে। আমরা তাদের বাংলাদেশবিরোধী নানা প্রচার দেখছি। তোমরা আমাদের পছন্দ করো না, তারপরও তোমাদের জিনিস কিনতে হবে? বাংলাদেশের মানুষ তো মাথা নত করার মানুষ নয়। আমরা একবেলা খেয়ে থাকব, তারপরও আমরা মাথা নত করব না।

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আমি আমার দেশের মানুষকে বলেবো, ওরা (ভারত) বাংলাদেশের মর্যাদাকে লুণ্ঠিত করার চেষ্টা করেছে, ওরা বাংলাদেশের পতাকা পুড়িয়েছে; কিন্তু আমরা ভারতের পতাকাকে লাঞ্ছিত করব না। আমরা আরেকটি স্বাধীন দেশের মর্যাদাকে ছোট করবো না। প্রত্যেক জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আমরা সম্মান করব। আমরা ওদের (ভারত) মতো ছোটলোকি করব না।

  • অ্যাড. রুহুল কবির রিজভী
  • বিএনপি
  • ভারতীয় শাড়ি
  • সিনিয়র যুগ্ম মহাসচিব
  • স্ত্রী
  • #