রাজধানীর কাপ্তানবাজারে যুবককে কুপিয়ে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে
প্রতীকী ছবি

রাজধানীর কাপ্তানবাজার এলাকায় আল আমিন (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ছোট ভাই সুমন ও বিজয় গুরুতর আহত হয়েছে। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। হতাহতদের বাসা ওয়ারী থানার বসুবাজার শক্তি গেট এলাকায়। তাদের বাবার নাম আব্দুল মান্নান।

হাসপাতালে চিকিৎসাধীন সুমন বলেন, তাদের কাপ্তান বাজারে ‘নাটোর বনজ স্টোর’ নামে একটি শরবতের দোকান আছে। সাত-আট মাস আগে দোকানের সামনে একজন মোটরসাইকেল রেখেছিলেন। তখন তাকে দোকানের সামনে না রেখে একটু সাইডে রাখতে বললে বাকবিতণ্ডা হয়। আগে ওই ব্যক্তির নাম জানতাম না।

তিনি বলেন, আগের ঘটনার জের ধরে বুধবার সোহান নামের একজনসহ সাত আট জনকে নিয়ে আমাদের দোকানে এসে হামলা ও ভাঙচুর চালায়। আমার ছোট ভাই বাধা দিলে আরও ৩০-৪০ জন নিয়ে এসে আমাদের এলোপাথাড়ি কোপাতে থাকে এবং রড দিয়ে পেটানো শুরু করে। আমার মাকেও মারপিট করে। তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। হামলাকারীরা সবাই স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তাদের দেখলে চিনতে পারবেন বলে জানান তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, কাপ্তান বাজার এলাকা থেকে আহত অবস্থায় তিন ভাইকে ঢাকা মেডিকেলে আনা হলে আল আমিনকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে এক যুবকের সঙ্গে আগে বাকবিতণ্ডা হয়েছিল। সেই ঘটনার জের ধরে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন। প্রকৃত ঘটনা তদন্তসহ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

  • কাপ্তানবাজার
  • যুবক
  • রাজধানী
  • হত্যা
  • #