চট্টগ্রামে আইনজীবী হত্যার অভিযোগে আরেকজন গ্রেপ্তার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে
প্রতীকী ছবি

চট্টগ্রাম আদালত এলাকায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিপন দাস (২৭) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় আনোয়ারা উপজেলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রিপন দাস নগরের কোতোয়ালি থানার পাথরঘাটা হরস চন্দ্র লেন সাধুর বাড়ির মৃদুল দাসের ছেলে। তিনি নগরের চকবাজার এলাকার একটি ফার্মেসিতে চাকরি করেন।

পুলিশ জানিয়েছে, আইনজীবী সাইফুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন না রিপন। তবে হত্যাকাণ্ডের সময় ধারণ করা একটি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার দিন তিনি নীল গেঞ্জি পরিহিত ছিলেন। ওই সময় তার হাতে ধারালো দা ছিল।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী তারেক আজিজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সাইফুল হত্যাকাণ্ডের তদন্তে নেমে আসামি রিপনকে শনাক্ত করা হয়েছে। পরে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে বুধবার দিবাগত রাতে কিশোরগঞ্জের ভৈরব এলাকা থেকে আইনজীবী সাইফুল হত্যা মামলার প্রধান আসামি হিসেবে চন্দন দাসকে গ্রেপ্তার করা হয়।

  • অভিযোগ
  • আইনজীবী হত্যা
  • গ্রেপ্তার
  • চট্টগ্রাম
  • #