দুর্বল ছয়টি ব্যাংকের এলসি খোলার ক্ষেত্রে শতভাগ মার্জিন নেওয়ার বাধ্যবাধকতা প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তারল্য পরিস্থিতির উন্নতি হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এখন থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে মার্জিন নিয়ে এলসি বা বিনিয়োগপত্র খুলতে পারবে। একই সঙ্গে আসন্ন রোজা উপলক্ষ্যে ১১ ধরনের নিত্যপণ্য আমদানিতে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম মার্জিন নিয়ে এলসি খুলতে পারবে।
তবে তাদেরকে কেন্দ্রীয় ব্যাংকের আগের সার্কুলার অনুযায়ী অন্য ব্যাংকের মতো ১৪ ধরনের বিলাসী পণ্য আমদানিতে শতভাগ মার্জিন নিয়ে এলসি খুলতে হবে।
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে ছয়টি বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে আলাদাভাবে চিঠি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ওইসব ব্যাংকের তারল্য পরিস্থিতির উন্নতি হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক থেকে আরোপিত এলসি মার্জিন নেওয়ার বিষয়ে আরোপিত বিধি নিষেধ প্রত্যাহার করা হলো।
এতে দুর্বল ব্যাংকগুলোতে সার্বিকভাবে তারল্যের প্রবাহ বেড়েছে। ফলে গ্রাহকরা যেমন ব্যাংক থেকে চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারছেন, তেমনি আমদানিকারকরাও এখন থেকে কম মার্জিনে এলসি খুলতে পারবেন।
এলসিতে শতভাগ মার্জিন আরোপ করায় ওইসব ব্যাংকের আমদানি বাণিজ্য বাধাগ্রস্ত হচ্ছিল। কারণ শতভাগ মার্জিন দিয়ে অনেক উদ্যোক্তার পক্ষেই এলসি খোলা সম্ভব হচ্ছিল না।