গোপালগঞ্জে নিখোঁজের ১০ দিন পর ডোবা থেকে ওয়েস করুনী খান (৩০) নামে এক ভ্যানচালকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সদর উপজেলার পোদ্দারের চরের একটি ডোবার মধ্য থেকে মরদেহটি উদ্ধার করেছে গোপালগঞ্জ থানা পুলিশ। নিহত ওয়েস করুনী খান সদর উপজেলার শুকতাইল গ্রামের চরতালার মৃত ইসমাইল খানের ছেলে।
নিহতের ভাই জাহাঙ্গীর খানের বরাত দিয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, গত ২৬ নভেম্বর ভ্যান নিয়ে ওয়েস বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না ফেরায় স্বজনদের সন্দেহ হয় এবং বিভিন্ন স্থানে খোঁজখবর নেয়। গত ২৭ নভেম্বর নিহতের ভাই জাহাঙ্গীর খান নিখোঁজের বিষয়ে গোপালগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বৃহস্পতিবার স্থানীয়রা পোদ্দারের চরের ডোবার পানির মধ্যে মরদেহটি দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশ সন্ধ্যায় ডোবার পানির মধ্য থেকে মরদেহটি উদ্ধার করে। রাতে নিহতের ভাই জাহাঙ্গীর ওয়েস করুনীকে শনাক্ত করেন।
ওসি আরও জানান, ওয়েস করুনীকে হত্যা করে ভ্যানটি নিয়ে ছিনিয়ে নিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।