খাগড়াছড়িতে ঘরে ঢুকে এক নারীকে হত্যা করেছে দুবৃর্ত্তরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের অর্পণা চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম চুমকি রানী দাশ (৫০)। তিনি একই এলাকায় তপন কান্তি দাশের স্ত্রী।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, ঘরের ভেতরে এক নারীর মৃতদেহ পাওয়া গেছে। নিহতের নারীর গলার হার, কানের দুল দুবৃর্ত্তরা নিয়ে গেছে। তাঁর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে কীভাবে এই হত্যাকাণ্ড হয়েছে, তা এখনও বলতে পারছি না। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছি। নিহতদের মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে আনা হয়েছে।