কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করেছে সাধারণ শিক্ষার্থীদের কিছু শিক্ষার্থী। শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে একটি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা।
সংবাদ সম্মেলনে তারা বলেন, তরিকুল ইসলাম আওয়ামী লীগ আমলের কাউন্সিলরের থেকে অর্থ নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে খিচুড়ির আয়োজন করেছেন। এই আয়োজন কুবির জন্য লজ্জাজনক ও অপমানের। আয়োজনে আওয়ামী আমলের কাউন্সিলরের সহায়তা নিয়ে তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের অপমানিত করেছেন।
এ সময় তারা খিচুড়ি ভোজ আয়োজনের অর্থায়ন নিয়েও প্রশ্ন তোলেন।
এ বিষয়ে কুমিল্লা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ সাকিব হোসাইন বলেন, ওনারা কেন অবাঞ্ছিত ঘোষণা করেছেন- সেটা আমি আসলে জানি না। আমি এলে আগে জানব, অবাঞ্ছিত করার কারণটা কী- তারপর আমরা এ বিষয়ে কথা বলব।
প্রসঙ্গত, শুক্রবার (৬ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ‘ভারতীয় আগ্রাসন বিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা ও খিচুড়ি ভোজ’ আয়োজন করা হয়। পরে দুপুর ১২টার দিকে ৬ ডিসেম্বর দুপুর ১২টা থেকে আগামী রবিবার (৮ ডিসেম্বর) অবধি সব সাংগঠনিক কার্যক্রম ও অনুষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে প্রক্টরিয়াল বডি। পরে বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের সঙ্গে আলোচনা করে শুধু খাওয়া দাওয়ার অনুমতি দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।