ঝিনাইদহে সাংবাদিকের ওপর হামলা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

ঝিনাইদহের শৈলকুপায় এক সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে শৈলকুপার নতুন বাজারে বিএনপির পার্টি অফিসের পাশে এ হামলার ঘটনা ঘটে।

হামলা আহত সাংবাদিক আব্দুর রহমান মিল্টন প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি ও ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারীরা লাঠিসোটা, লোহার রড, হাতুড়ি দিয়ে বেধড়ক মারপিট করে। তিনি দুই পা, হাটু, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত প্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সাংবাদিক মিল্টন জানান, একজন ব্যবসায়ী নিহতের ঘটনায় স্বজনরা সংবাদ সম্মেলন করলে তার সংবাদপত্রে ও অনলাইনে সংবাদ প্রকাশের জের ধরে একদল দুর্বৃত্ত এমন হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, এ হামলার ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে। এ ছাড়াও হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাসও দিয়েছেন তিনি।

  • ঝিনাইদহ
  • শৈলকুপা
  • সাংবাদিক
  • হামলা
  • #