বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তা উপকরণ লুটের অভিযোগ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

যশোরের বাঘারপাড়ায় বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থা হাসনে ইন্টারন্যাশনালের সহায়তা উপকরণ লুটের অভিযোগ উঠেছে। ঘটনাটির সঙ্গে বিএনপির নেতাকর্মীরা জড়িত বলে দাবি সংস্থার সঙ্গে সম্পৃক্তদের। গত শনিবার রাতে বাঘারপাড়া উপজেলার রায়পুর বাজারের পপুলার রাইস মিলের ঘর থেকে প্রতিবন্ধী, পঙ্গু, দুস্থ নারী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য রাখা ৩৬৭টি হুইলচেয়ার, অটোরিকশা, সেলাই মেশিন ও বাইসাইকেল লুট হয়।

এ ঘটনায় রোববার সন্ধ্যায় গোলাম রসুল নামে স্থানীয় এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে কোনো আসামির নাম উল্লেখ করা না হলেও ঘটনাটির সঙ্গে বিএনপির নেতাকর্মীরা জড়িত বলে দাবি সংস্থার সঙ্গে সম্পৃক্তদের।

আয়োজকরা জানান, তুরস্কভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন হাসনে ইন্টারন্যাশনাল গত তিন বছর নিয়মিত বাঘারপাড়ায় প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও অটোরিকশা, দুস্থ নারীদের সেলাই মেশিন, দরিদ্র শিক্ষার্থীদের বাইসাইকেল দিয়ে আসছে। এ বছর উপজেলায় ১৪০ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার, ২০ জন পঙ্গু ব্যক্তিকে অটোরিকশা, ১০৭ জন গরিব অসহায় মহিলাকে সেলাইমেশিন এবং ১০০ জন গরিব মেধাবী শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়ার জন্য তালিকা তৈরি করা হয়। সংস্থাটির সঙ্গে কাজ করতেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও যশোর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজী। তাঁর মালিকানাধীন রায়পুর বাজারের পাশে পপুলার রাইস মিলে সহায়তা উপকরণগুলো রাখা হয়। শনিবার সকালে সেগুলো বিতরণের আয়োজন করা হয়। কিন্তু স্থানীয় বিএনপি নেতাকর্মীর বাধায় অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। পরে উপকরণগুলো বিপুল ফারাজীর রাইস মিলে রাখা হলে রাতে তা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, অভিযোগ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ব্যক্তির দায় সংগঠন বহন করবে না।

  • অভিযোগ
  • বিএনপির নেতাকর্মী
  • লুট
  • সহায়তা উপকরণ
  • #