কেন পদত্যাগ করলেন সিনিয়র সচিব আবদুল মোমেন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন পদত্যাগ করেছেন। গত রবিবার (৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন আবদুল মোমেন।

এরপর গতকাল সোমবার তার পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয় এবং তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে। পদত্যাগের কারণ হিসেবে আবদুল মোমেন ‘ব্যক্তিগত’ কারণের কথা উল্লেখ করেছেন।

আবদুল মোমেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হচ্ছেন। আজ বুধবারই (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতি তাকে এ পদে নিয়োগ দিতে পারেন বলে জানা গেছে।

  • জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগ
  • পদত্যাগ
  • সিনিয়র সচিব
  • স্বরাষ্ট্র মন্ত্রণালয়
  • #