সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী করা হয়েছে মোহাম্মদ আল-বশিরকে। ২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি। মঙ্গলবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন বলছে, মোহাম্মদ আল-বশির টেলিভিশনে দেওয়া এক ভাষণে এই ঘোষণা দেন। প্রকৌশলী আল–বশির সিরিয়ার ইদলিব প্রদেশের সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্টের প্রধানমন্ত্রী ছিলেন।
সিরিয়ায় স্বাধীন নির্বাচনের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে ১৮ মাস সময় লাগবে বলে এরই মধ্যে জানিয়েছে দেশটির বিরোধী দল। নির্বাচনের আগ পর্যন্ত সিরিয়ায় অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে বিদ্রোহীরা।
২০১১ সালে সিরিয়ায় শান্তিপূর্ণ গণতন্ত্রপন্থি বিক্ষোভ সহিংসভাবে দমন করা শুরু করে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার। এরপর শুরু হয় গৃহযুদ্ধ। এতে ৫ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে।
একের পর এক শহর দখলের পর গত ৮ ডিসেম্বর সিরিয়ার দুই যুগের প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ঘটায় দেশটির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। দামেস্ক থেকে পালিয়ে পরিবারসহ রাশিয়ায় আশ্রয় নিয়েছেন স্বৈরশাসক বাশার। তিনি মস্কোয় পালিয়ে যাওয়ার পরপরই প্রেসিডেন্ট প্যালেসে ঢুকে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে সিরিয়ার সাধারণ মানুষ। বাশারের বাবা হাফিজ আল-আসাদের মূর্তিও ভেঙে ফেলে তারা।