লক্ষ্মীপুরে বাসে গ্যাস ভরার সময় বিস্ফোরণে নিহত ২

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে বাসের সিলিন্ডারে গ্যাস ভরার সময় আবারও ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চালক মো. রুবেল ও যাত্রী আবুল কালাম (২১) নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

বুধবার ভোররাতে জেলার মুক্তিগঞ্জ এলাকার গ্রিন লীফ সিএনজি ফিলিং স্টেশনে আল মদীনা নামের এক লোকাল বাসে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।

নিহত রুবেল রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের জমিদারহাট এলাকার চরসীতা গ্রামের শাহাবউদ্দিনের ছেলে ও দুর্ঘটনা কবলিত আল মদীনা বাসের চালক ছিলেন। আর নিহত কালাম লক্ষ্মীপুর পৌর শহরের সাহাপুর এলাকার জাকির হোসেনের ছেলে ও পেশায় রঙমিস্ত্রি ছিলেন।

বিস্ফোরণ ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর পুলিশ সুপার। তিনি জানান, এর আগে গত ১৪ অক্টোবর একই ফিলিং স্টেশনে অন্য একটি যাত্রীবাহী বাস সিলিন্ডারে গ্যাস রিফিলের সময় বিস্ফোরণ ঘটে ৩ জন নিহত হয়। ওইদিন আরও ৯ জন আহত হন।

  • গ্যাস বিস্ফোরণ
  • নিহত
  • বাস
  • লক্ষ্মীপুর
  • #