‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ার শোতে দর্শকদের ভিড়ে পদদলিত হয়ে এক নারী নিহত ও তার ১৩ বছর বয়সী সন্তান আহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন দক্ষিণি সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন। শুক্রবার পরিবারের লোকজনের উপস্থিতিতে তার বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা যায়, শুক্রবার হায়দরাবাদের চিক্কাদপল্লী থানার পুলিশ অফিসারদের একটি দল জুবিলি হিলসের আল্লু অর্জুনের বাড়িতে গিয়ে তাকে পুলিশি হেফাজতে নিয়ে যায়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে হায়দরাবাদে ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে মারা গেছেন ৩৫ বছরের এক নারী। এ ঘটনার মামলায় আসামি করা হয় থিয়েটার কর্তৃপক্ষ, নিরাপত্তা রক্ষীসহ নায়ক আল্লু অর্জুনকেও।