‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত করায় সুইডেন আ. লীগের নিন্দা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ দিন আগে

জয় বাংলা জাতীয় শ্লোগান ঘোষণার রায় স্থগিত করায় সুইডেন আওয়ামী লীগ এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লগের সুইডেন শাখা । সুইডেন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ বজলুল বারী মাছুম এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানিয়েছেন।

বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের একটি বেঞ্চ গত ১০ ডিসেম্বর ‘জয় বাংলা’ জাতীয় শ্লোগান ঘোষিত রায় স্থগিত করে রাষ্ট্রপক্ষকে আপিল শুনানির সুযোগ প্রদান করেছে নেতৃবৃন্দ সুপ্রিমকোর্টের এই স্থগিতাদেশের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেছেন। বাংলাদেশে ৫ আগস্ট পট পরিবর্তনের পর হতে ধারাবাহিকভাবে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করে বিচার বিভাগকেে একাত্তরের মহান স্বাধীনতা ও স্বাধীনতার পক্ষের শক্তির বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বাংলাদেশের ইতিহাসকে পরিবর্তন করে ও পাকিস্তানের পক্ষের শক্তি জামায়াত-বিএনপির ইচ্ছানুসারে নতুন ইতিহাস পুনর্লিখনের অপচেষ্টা করছে, যা অতন্ত ন্যক্করজনক।

সুইডেন আওয়ামী লীগের প্রত্যেক সদস্য অবৈধ, অগণতান্ত্রিক ও অসাংবিধানিক ইউনুস সরকার কর্তৃক গৃহীত সকল সিদ্ধান্তের ও বাংলাদেশের বিচার বিভাগকে প্রভাবিত করার অশুভ নীতির তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

সুইডেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উল্লেখ করেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃপ্ত কণ্ঠে উচ্চারিত, একাত্তরের স্বাধীনতা সংগ্রামে লক্ষ্য মুক্তিকামী বীর বাঙালির শ্লোগান ‘জয় বাংলা’কে আদালতের সিদ্ধান্ত দিয়ে মানুষের হৃদয় থেকে মুছে ফেলা যাবে না। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ এর ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা অতীতে অনেক বার হয়েছে, ভবিষ্যতেও হয়তো হবে কিন্তু কোন অপচেষ্টাই পূর্বেও সফল হয়নি, ভবিষ্যতেও হবে না ইনশা-আল্লাহ।

  • জয় বাংলা
  • জাতীয় স্লোগান
  • নিন্দা
  • রায়
  • সুইডেন আ. লীগ
  • স্থগিত
  • #