এ বছর গুগলে মানুষ সবচেয়ে বেশি খুঁজেছেন একজনকে। ২০২৪ সালে গুগলের সার্চ ইঞ্জিনে যেসব মানুষকে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে, তাঁদের শীর্ষে আছেন ডোনাল্ড ট্রাম্প।
২০২৪ সাল নিশ্চিতভাবেই ডোনাল্ড ট্রাম্পের জীবনে বিশেষভাবে উল্লেখ করার মতো একটি বছর হয়ে থাকবে। ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাগারে যাওয়ার খাঁড়া তাঁর মাথায় ঝুলছিল। সেখান থেকে দোর্দণ্ড প্রতাপ দেখিয়ে তিনি আবারও বিশ্বরাজনীতির সবচেয়ে ক্ষমতাধর আসনে অধিষ্ঠিত হয়েছেন। নভেম্বরের নির্বাচনে জিতে তিনিই এখন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট।
আগামী ২০ জানুয়ারি ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। এ বছরের জুলাইয়ে পেনসিলভানিয়ায় একটি নির্বাচনী সমাবেশে ট্রাম্প গুলিবিদ্ধ হন। আততায়ীর ছোড়া গুলি তাঁর কানে লেগেছিল। ওই হামলার পর যে বাক্যাংশ লিখে গুগলে সবচেয়ে বেশি খোঁজাখুঁজি চলেছে, সেটা হলো ‘ট্রাম্পকে গুপ্তহত্যার চেষ্টা’।