চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর ওপর গভীর রাতে হামলার ঘটনায় ক্যাম্পাসের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রায় ৩০ মিনিট ফটক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় আগামী মঙ্গলবারের মধ্যে হামলার বিচার না হলে ক্যাম্পাস অবরোধের হুঁশিয়ারিও দেন তারা।
গত বৃহস্পতিবার মধ্যরাতে চবির নিরাপত্তা দপ্তরের সামনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক শিক্ষার্থীর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এর এক মাস আগেও ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের এক শিক্ষার্থীর ওপর হামলা হয়। এর প্রতিবাদ জানাতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।
তারা জানান, গভীর রাতে শিক্ষার্থীদের ওপর হামলায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় তারা এ কর্মসূচি পালন করে। একই সঙ্গে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রক্টরের ইতিবাচক বক্তব্য না পাওয়ায় ক্ষোভ জানান তারা। পরে ঘটনাস্থলে আসেন প্রক্টরিয়াল বডির সদস্যরা। পরে তাদের আশ্বাসে অবরোধ স্থগিত করে শিক্ষার্থীরা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধিতে প্রশাসন কাজ করছে। অচল সিসি ক্যামেরাগুলো সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যেই ৯০ শতাংশ ক্যামেরা সচল করা হয়েছে। একইসাথে গত রাতের ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে পুলিশকে অনুরোধ করা হয়েছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।