ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানবাহন ও বহিরাগতদের চলাচল সীমিত করতে সাতটি প্রবেশপথে ব্যারিকেড বসিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকাল থেকে এই পদক্ষেপের কারণে ক্যাম্পাসে প্রতিদিনের মত ভিড়ভাট্টা না হলেও বাইরের সড়কে ব্যাপক যানজট দেখা গেছে। বিষয়টি নিয়ে স্বস্তিও প্রকাশ করছেন শিক্ষার্থীরা।
এদিন বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তিতে বলেছে, বিশ্ববিদ্যালয়ের পলাশীর মোড়, নীলক্ষেত মোড়, শহীদ মিনার, শাহবাগ, শহীদুল্লাহ হল, হাই কোর্ট মোড় এবং শিববাড়ি ক্রসিং মোড়ে ব্যারিয়ার, নিরাপত্তা ও নজরদারি বক্স বসানো হয়েছে। ক্যাম্পাসে স্টিকারবিহীন গাড়ি, গণপরিবহন ও ভারি যানবাহন চলাচল এবং বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাওয়ার পরিপ্রেক্ষিতেই চলাচল সীমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অব্যাহত থাকবে। তিনি বলেন, অনিবার্য কারণে কেউ এলে অবশ্যই ক্যাম্পাসে ঢোকা যাবে। রোগী, ক্যাম্পাসের কোনো অতিথির গাড়ি কিংবা বিশ্ববিদ্যালয়ে কোনো দাপ্তরিক কাজে তারা আসতে পারে।