মহান বিজয় দিবস উপলক্ষ্যে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। রবিবার (১৫ ডিসেম্বর) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এতে আওয়ামী লীগ বলেছে, সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবে তারা। ধানমণ্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে দলের পক্ষ থেকে।
এছাড়া গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন দলটির নেতাকর্মীরা।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনাসভা করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। তবে এই আলোচনাসভা কখন ও কোথায় হবে সে ব্যাপারে কিছুই জানানো হয়নি।
এ ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সাংগঠনিক জেলা ও উপজেলা পর্যায়ে অনুরূপ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। রবিবার (১৫ ডিসেম্বর) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এতে আওয়ামী লীগ বলেছে, সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবে তারা। ধানমণ্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে দলের পক্ষ থেকে।
এ ছাড়া গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন দলটির নেতাকর্মীরা।
মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনাসভা করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। তবে এই আলোচনাসভা কখন ও কোথায় হবে সে ব্যাপারে কিছুই জানানো হয়নি।
এ ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সাংগঠনিক জেলা ও উপজেলা পর্যায়ে অনুরূপ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।