বাংলাদেশের মহান বিজয় দিবসে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুল আহাদ চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লন্ডনের আলতাফ আলী পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।
এ সময় যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান, লন্ডন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী, যুক্ত রাজ্য স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আলিম উদ্দিন ফয়সল, সাউথ লন্ডন যুবলীগের সভাপতি মোজাহিদ আহমদ লিটন, স্বেচ্ছাসেবক লীগের ধর্মবিষয়ক সম্পাদক আলা উদ্দিন, যুক্তরাজ্য যুবলীগনেতা সালেহ আহমদ, যুক্তরাজ ছাত্রলীগের সহ-সভাপতি সরোয়ার কবির, মহানগর ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, নিউহ্যাম আওয়ামী লীগ নেতা কাজী জাফরও ছাত্র নেতা ইমরুলসহ নেতারা উপস্থিত ছিলেন।