নেতাকর্মীদের ওপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদ আওয়ামী লীগের

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

বিজয় দিবসের কর্মসূচিতে বাধা দান ও আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম আজ সোমবার বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে বাহাউদ্দিন নাছিম বলেন, সমগ্র বাঙালি জাতির ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে এবং বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বে বাঙালি জাতি পাক-হানাদার বাহিনীকে পরাজিত করে চিরকাঙ্ক্ষিত সুমহান বিজয় অর্জন করে। আজ আমাদের মহান বিজয় দিবস। সমগ্র জাতির কাছে আজ উদ্বেলিত হওয়ার দিন, আনন্দের দিন। আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে ঐতিহাসিক কারণে এবং ঐতিহ্যগতভাবে তা আরও বেশি আবেগ মিশ্রিত। তাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজ নিজ উদ্যোগে ত্রিশ লক্ষ শহিদের আত্মত্যাগ এবং জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি গ্রহণ করে থাকে। বরাবরের ন্যায় এবারও আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই উদ্যোগ গ্রহণ করে। এই কর্মসূচি বর্তমান অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকারের কর্তৃত্বকে প্রশ্নবিদ্ধ করার কোনো কর্মসূচি ছিল না। তার পরও এই শ্রদ্ধা নিবেদনের কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর ন্যাক্কারজনক হামলা চালানো হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সামনে হামলা করলেও তারা ছিল নির্লিপ্ত। গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী চিহ্নিত সন্ত্রাসীগোষ্ঠী এবং অসাংবিধানিক দখলদার এই সরকারের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীদের হামলার মুখে আওয়ামী লীগের নেতাকর্মীরা অসহায়ের মতো আর্তনাদ করতে থাকলেও এই সন্ত্রাসীদের হৃদয়ে কোনো অনুভূতি জাগ্রত হয় না। ন্যক্কারজনক এই হামলায় অনেককে মারাত্মকভাবে আহত করা হয় যাদের সুচিকিৎসা দরকার। কিন্তু সেটা না করে অগণতান্ত্রিক ফ্যাসিস্ট ইউনূস সরকারের পুলিশ বাহিনী তাদের গ্রেপ্তার করে। অনেকে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। এছাড়াও বাসাবাড়িতে তল্লাশি করে নির্বিচারে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এই হামলা ও গ্রেফতার থেকে ছাত্রলীগের সাবেক নেত্রীরা ও নারী নেত্রীরাও রেহাই পাচ্ছে না। আমরা এর বিচারের দায়ভার জনগণের উপর ছেড়ে দিতে চাই। যারা নিরস্ত্র- নিরীহ মানুষের উপর সংঘটিতভাবে মবসন্ত্রাস চালিয়ে যাচ্ছে তাদেরকে নিশ্চিতভাবে জনগণ মন থেকে গ্রহণ করবে না এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা এই হীন অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আমরা বিশ্বাস রাখি, দেশের জনগণের আহত বিবেক সুযোগ পেলেই এর জবাব দেবে এবং সেদিন এসব সন্ত্রাসীদের বিচার বাংলার মাটিতে হবে। শত প্রতিকূলতা ও বাধাবিপত্তি ডিঙিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী গণতান্ত্রিক রাজনীতির এই বন্ধ্যা সময়েও বিশেষ বিশেষ দিবসে কর্মসূচি পালন করে যাচ্ছে তাদের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমরা মনে করি, মহান মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু ও তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনার প্রতি আপনাদের এই ইস্পাতদৃঢ় মনোভাবের কারণেই আমরা হিমালয়সম বাধা ডিঙিয়ে সম্ভাবনার নতুন সূর্য ছিনিয়ে আনব, ইনশাল্লাহ।

  • আওয়ামী লীগ
  • কর্মসূচি
  • গ্রেপ্তার
  • নেতাকর্মী
  • প্রতিবাদ
  • বিজয় দিবস
  • হামলা
  • #