হাটহাজারীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে
প্রতীকী ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। যদিও একপক্ষ দাবি করেছে বিএনপির দুই গ্রুপে কোনো সংঘর্ষ হয়নি। জাতীয় পার্টি ও যুবলীগের কর্মীদের সঙ্গে মারামারি হয়েছে বলে দাবি তাদের।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে হাটহাজারী পৌরসভার কনক কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল এবং সাবেক হুইপ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানার অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে।

শাকিলা ফারজানার অনুসারীদের অভিযোগ, বিজয় দিবসের র‌্যালির প্রস্তুতির সময় মীর হেলাল গ্রুপের লোকজন হামলা করেছেন। এতে ১০ জনের অধিক আহত হয়েছেন বলে দাবি করা হয়। তবে মীর হেলাল অনুসারীদের দাবি, তারা কোনো হামলা করেননি। জাতীয় পার্টি-যুবলীগের লোকজনের সঙ্গে মারামারি হয়েছে।

হামলায় আহত হয়েছেন ব্যারিস্টার শাকিলার অনুসারী চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সদস্য আকরাম উদ্দিন পাভেল। তিনি বলেন, আমরা বিজয় দিবসের র‌্যালি করার জন্য কনক কমিউনিটি সেন্টারে অবস্থান নিলে আমাদের ওপর মীর হেলাল গ্রুপের লোকজন হামলা করেন। কয়েজনকে কোপানো হয়েছে। আমার হাত ভেঙে গেছে। আমাদের ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। পরে সেনাবাহিনী এসে আমাদের উদ্ধার করে। হামলাকারীদের মধ্যে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, শাহেদুল ইসলাম শাহেদ ছিলেন।

  • আহত
  • বিএনপি
  • সংঘংর্ষ
  • হাটহাজারী
  • #