রাজধানীতে গণপিটুনিতে একজন নিহত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে
প্রতীকী ছবি

রাজধানীর গুলিস্তাণে গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। রোববার বিকেল এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গুলিস্তান স্কয়ার বিপণিবিতানের সামনে ছিনতাই করার সময় গণপিটুনিতে অজ্ঞাতপরিচয়ের এক ছিনতাইকারী মারা গেছেন।

ঢাকার পল্টন থানার ওসি কাজী নাসিরুল আমিন বলেন, ছিনতাই করার সময় হাতেনাতে ধরা পড়েন ছিনতাইকারী। এরপর তাঁকে ধরে গণপিটুনি দেন পথচারীরা। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

  • গণপিটুনি
  • নিহত
  • রাজধানী
  • #