আস্থা ভোটে হেরে গেলেন জার্মান চ্যান্সেলর

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

পার্লামেন্টে আস্থা ভোটে হেরে গেলেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ। আজ সোমবার এই আস্থা ভোটের ডাক দিয়েছিলেন তিনি। তাতে তিনি হেরে যাবেন বলেই ধরে নিয়েছিলেন। এর মধ্য দিয়ে আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি আগাম নির্বাচনের পথ তৈরি হল জার্মানিতে।

বিবিসি জানিয়েছে, জার্মানিতে অর্থনৈতিক সংস্কার আনার বিষয়ে জোট সরকারের অংশীদার তিন দলের মধ্যে মতানৈক্য দেখা দেওয়ায় রাজনৈতিক সংকটে পড়েছিল দেশটি। এর জেরে গত নভেম্বরে জার্মানির কোয়ালিশন সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দেন চ্যান্সেলর ওলাফ শোলজ এবং আজ ১৬ ডিসেম্বর আস্থা ভোট ডাকা হয়।

আর শোলজের ধারণাই ছিল, তাতে হেরে যাবেন তিনি। আজ সোমবার এই আস্থা ভোটে হলও তাই। এতে করে তাঁর রাজনীতিতে টিকে থাকার পথ এখনো রয়ে গেল। এমনকি তাঁর দল আবারও নির্বাচনে জেতার চেষ্টা করতে পারবে।

  • আস্থা ভোট
  • ওলাফ শোলজ
  • জার্মান চ্যান্সেলর
  • #