বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছে অভিযোগ তুলে এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। সোমবার লোকসভায় কংগ্রেস থেকে নির্বাচিত এ সংসদ সদস্য এ আহ্বানে জানানোর খবর দিয়েছে ইন্ডিয়া টুডে ও ইন্ডিয়ান এক্সপ্রেসহ ভারতের বেশ কিছু সংবাদমাধ্যম।
গত নভেম্বরে প্রথমবারের মত নির্বাচনে নেমে এমপি হিসেবে জয়ী হওয়া প্রিয়াঙ্কা গান্ধী লোকসভায় দাঁড়িয়ে বলেন, সরকারের উচিত বাংলাদেশে হিন্দু ও খ্রিস্টান উভয় সম্প্রদায়ের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিষয়টি তুলে ধরা। বাংলাদেশ সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা উচিত এবং যারা কষ্ট পাচ্ছে তাদের সমর্থন করা উচিত।
লোকসভা থেকে বের হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সমালোচনার জবাব দিতেও বাংলাদেশ প্রসঙ্গ টানেন প্রিয়াঙ্কা।তিনি বলেন, তাদের (বিজেপি সংসদ সদস্যদের) বলুন বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের বিষয়ে কিছু করতে; এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলতে; আর বলুন এসব অর্থহীন সমালোচনা থামাতে।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক্স হ্যান্ডেলে তার বক্তব্যের ভিডিও প্রচার করা হয়।