রাশিয়ায় বোমা বিস্ফোরণে পরমাণু প্রতিরক্ষা বাহিনীর প্রধান নিহত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

রাশিয়ার মস্কোয় এক বোমা বিস্ফোরণে দেশটির পরমাণু প্রতিরক্ষা বাহিনীর দায়িত্বে থাকা এক জেষ্ঠ্য রুশ জেনারেল নিহত হয়েছেন। বোমাটি একটি বৈদ্যুতিক স্কুটারের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দেশটির তদন্ত কমিটি এ বিষয়ে জানিয়েছে।

নিহত রুশ জেনারেল হলেন লেফটেন্যান্ট ইগর কিরিলভ। তিনি রাশিয়ার সামরিক বাহিনীর রাসায়নিক, জৈবিক ও বিকিরণ প্রতিরক্ষা বাহিনীর প্রধান ছিলেন। মঙ্গলবার রিয়াজানস্কি প্রসপেক্টের একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে তাকে হত্যা করা হয়েছে।

এ বোমা বিস্ফোরণ প্রসঙ্গে তদন্ত কমিটি বলেছে,রুশ ফেডারেশনের সশস্ত্র বাহিনীর বিকিরণ, রাসায়নিক ও জৈবিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইগর কিরিলোভ ও তার সহকারী নিহত হয়েছেন।

রাশিয়ার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ছবিতে দেখা গেছে, একটি ভবনের প্রবেশদ্বার ধ্বংসস্তূপে ভরে আছে। আর সেখানে রক্তমাখা বরফের মধ্যে দুটি মরদেহ পড়ে রয়েছে।

ইগর কিরিলভ ২০১৭ সাল থেকে রাসায়নিক, জৈবিক ও বিকিরণ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইউক্রেনে রাসায়নিক অস্ত্রের কথিত ব্যবহারের জন্য যুক্তরাজ্য গত অক্টোবরে তাঁর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

সূত্র : আলজাজিরা
  • নিহত
  • পরমাণু প্রতিরক্ষা বাহিনী প্রধান
  • বোমা বিস্ফোরণ
  • রাশিয়া
  • #