শহীদ মিনারে ফুল দেওয়া ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১০ ঘন্টা আগে

মাধবপুরে শহীদ মিনারে ফুল দেওয়া ও দলীয় কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে সদ্যনিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় মাধবপুর থানার ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার ছাতিয়াইন ইউপির উত্তরগ্রামের নিখিল সরকারের ছেলে দিপংকর সরকার (২৮), একই ইউনিয়নের দক্ষিণ গ্রামের আব্দুল হাসিমের ছেলে সাদ্দাম হোসেন (৩০) ও উত্তর গ্রামের মৃত ফেরু মিয়ার ছেলে খলিল মিয়া (৩২)। তারা ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন পদে রয়েছেন।

এসআই নুরুদ্দিন বলেন, সন্ধ্যায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিনজনকে শহীদ মিনারে ফুল দেওয়াসহ সাংগঠনিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে গ্রেপ্তার করি। তিনজনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ভাঙচুরের মামলা রয়েছে। আসামিরা বর্তমানে মাধবপুর থানা হেফাজতে আছে।

  • গ্রেপ্তার
  • ছাত্রলীগ
  • নেতা
  • #