অনিল দাস গুপ্তের মৃত্যুতে সুইডেন আওয়ামী লীগের শোক

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে

সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি অনিল দাস গুপ্তের মৃত্যুতে সুইডেন আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

সুইডেন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ বজলুল বারী মাছুম এক যৌথ শোকবার্তায় উল্লেখ করেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড অনিল দাস গুপ্ত। তিনি পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির জনককে সপরিবারের হত্যার পর বঙ্গবন্ধুর দুই কন্যাকে প্রাবাসে খুব কাছে থেকে সর্বাত্মক সহযোগিতা করেছিলেন। জাতির জনকের এ হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করতে সোচ্চার ভূমিকা পালন করেছিলেন অনিল দাস গুপ্ত।

প্রায় দীর্ঘ ১৮-১৯ বছর ইউরোপিয়ান আওয়ামী লীগকে নেতৃত্ব প্রদান করেন তিনি। সততা, ন্যায়পরায়নতা, ত্যাগ ও পরিশ্রমের বিনিময়ে ইউরোপকে আওয়ামী লীগের শক্ত ঘাঁটিতে পরিণত করেছিলেন তিনি। সুইডেন আওয়ামী লীগ প্রতিটি নেতাকর্মী অনিল দাস গুপ্তের পরকালের শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।

প্রসঙ্গত, ২০০১ সালের নির্বাচন পরবর্তী প্রবাসে আওয়ামী লীগকে শক্তিশালী করতে শেখ হাসিনার নির্দেশে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ গঠিত হয়। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা অনিল দাস গুপ্তকে সভাপতি ও সাধারণ সম্পাদক এম গণিকে নির্বাচিত করেন।

  • অনিল দাস গুপ্ত
  • মৃত্যু
  • শোক
  • সুইডেন আওয়ামী লীগ
  • #