কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপ থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপরে সেন্টমার্টিন দ্বীপের উত্তর সৈকত সংলগ্ন সাগর থেকে লাশটি উদ্ধার করা হয়। সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল বাতেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জোয়ারের সময় সেন্টমার্টিন দ্বীপে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় সেটি উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। তবে তার পরিচয় জানা যায়নি।
টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।