রূপালী ব্যাংকে ডাকাতি চেষ্টার ঘটনায় মামলা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতি চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে রুপালি ব্যাংকের সিনিয়র অফিসার তারেক মাহমুদ বাদী হয়ে কেরানীগঞ্জ দক্ষিণ থানায় মামলা করেছেন।

আত্মসমর্পণকারী তিনজনের নাম আরাফাত (১৬), নিলয় মোল্লা নীরব (২২) ও সিফাত (১৬)। তারা কেরানীগঞ্জের কদমতলী এলাকার বাসিন্দা। নীরব পেশায় গাড়িচালক। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীর কুমুরিয়া গ্রামে। অন্য দু’জন শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ব্যাংকে ডাকাতি চেষ্টার ঘটনায় দস্যুতার মামলা হয়েছে। রুপালি ব্যাংকের সিনিয়র অফিসার তারেক মাহমুদ বাদী হয়ে এই মামলা করেন। বিষয়টি আমরা আরও গুরুত্বের সঙ্গে দেখছি

ওসি মাজহারুল ইসলাম আরও বলেন, আত্মসমর্পণ করা তিনজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এর মধ্যে নিলয় মোল্লা নীরবের সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। আর বাকি দুইজন ১৬৪ ধারায় জবানবন্দি দিতে পারেন।

প্রসঙ্গত, ক্রেতা-বিক্রেতায় জমজমাট রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জের চুনকুটিয়ার মধ্যপাড়া। দুপুর ২টার দিকে হঠাৎ ছড়িয়ে পড়ে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাত হানা দিয়েছে। মসজিদের মাইক থেকেও জানানো হয়। এর পর শত শত মানুষ এসে ব্যাংক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেয়। দিনদুপুরে এমন জিম্মি ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘিরে ফেলে ব্যাংক ভবনটি। উৎকণ্ঠা, উত্তেজনার মধ্যে প্রায় সাড়ে ৩ ঘণ্টা যৌথ বাহিনীর কাছে তিন ডাকাত আত্মসমর্পণ করলে জিম্মিদশার অবসান হয়। এর পর আত্মসমর্পণ করা এক তরুণ ও দুই কিশোরকে নেওয়া হয় পুলিশ হেফাজতে।

পরে বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জ মডেল থানায় সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদ বলেন, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় যে তিনজন ডাকাতি করতে আসে, তাদের দু’জন কিশোর, একজন তরুণ। একজনের বয়স ২২; অন্য দু’জনের ১৬ বছর। তারা কোনো চলচ্চিত্র বা ভিডিও গেমস দেখে একটি ফ্যান্টাসিতে ভুগে এ কাজ ঘটিয়েছে। তারা ১৮ লাখ টাকা ব্যাগে নিয়েছিল।

  • ডাকাতি
  • মামলা
  • রূপালী ব্যাংক
  • #