কিয়েভে ছয় বিদেশি দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২৩ ঘন্টা আগে

ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় ছয়টি বিদেশি দূতাবাস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একজন নিহত এবং কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে কিয়েভ লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। হামলায় অন্তত একজন নিহত এবং কয়েকজন আহত হন বলে খবরে বলা হয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় কিয়েভে অবস্থিত আলবেনিয়া, আর্জেন্টিনা, উত্তর মেসিডোনিয়া, ফিলিস্তিন, পর্তুগাল ও মন্টিনিগ্রোর কূটনৈতিক মিশন ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো বলেন, শুক্রবার সকালে ইউক্রেনের রাজধানীতে আটটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে অন্তত একজন নিহত হন। সকালের এই ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের বিভিন্ন স্থানে আগুন ধরে যায়। হামলায় একটি অফিস ভবন ক্ষতিগ্রস্ত হয়।

কিয়েভে হামলা চালাতে রুশ বাহিনী হাইপারসনিক কিনঝাল ক্ষেপণাস্ত্র ও ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানান সেরহি পপকো।

কিয়েভের সামরিক প্রশাসনের বরাতে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, স্থানীয় সময় সকাল ৭টার দিকে এই হামলা চালানো হয়। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, শত্রুর হামলায় আহত দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিয়েভের চারটি এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে গাড়ি ও ভবনে আগুন ধরে যায়। সব জায়গায়ই জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন।

হামলার ব্যাপারে রাশিয়া জানিয়েছে, পশ্চিমাদের অস্ত্র ব্যবহার করে চলতি সপ্তাহের শুরুতে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালায় ইউক্রেন। এর জবাবেই মূলত এই হামলা চালানো হলো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিমাদের সহায়তায় ইউক্রেনের চালানো হামলার জবাবে আজকে দীর্ঘ পাল্লার উপযুক্ত অস্ত্র দিয়ে সমন্বিত হামলা করা হয়েছে।

  • কিয়েভ
  • ক্ষেপণাস্ত্র হামলা
  • বিদেশি দূতাবাস
  • রাশিয়া
  • #