দুর্বৃত্তদের হামলায় মীরসরাইয়ের সাবেক মেয়র আহত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

মীরসরাই উপজেলার কমলদহ এলাকায় কতিপয় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন মীরসরাই পৌরসভার সাবেক মেয়র এম শাহজাহান। হামলার পর তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করায় স্বজনরা।

রোববার বিকাল ৩টায় শাহজাহান কমলদহ এলাকায় নিজের ঠিকাদারি কাজের তদারকি করতে গিয়েছিলেন বলে জানা গেছে।
আহত এম শাহজাহান (৫৫) মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তবে আওয়ামী লীগের শেষের দিকে তিনি দলীয়ভাবে নিষ্ক্রিয় ছিলেন, শুধুমাত্র ব্যবসায়ী কার্যক্রম নিয়েই সময় কাটাতেন।

তার ব্যবসায়িক পার্টনার কামাল উদ্দিন জানান, তিনি ঠিকাদারি কাজের একটি সাইটে গাড়িতে করে যাচ্ছিলেন। পথিমধ্যে কতিপয় অজ্ঞাত দুষ্কৃতিকারী তাকে গাড়ি থেকে নামিয়ে লাঠিসোঁটা দিয়ে গুরুতর আহত করে। এক পর্যায়ে এলাকাবাসী তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করায়।

  • আহত
  • দুর্বৃত্ত
  • মীরসরাই
  • সাবেক মেয়র
  • হামলা
  • #