মুন্সীগঞ্জে সাদপন্থি বিদেশি মুসল্লিদের ওপর হামলার চেষ্টা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৯ ঘন্টা আগে

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে তাবলিগ জামাতের (সাদপন্থি) নয় বিদেশি ও দুজন বাংলাদেশি নাগরিককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার উপজেলার সোনারং মাঠে জুবায়েরপন্থি অনুসারীরা টঙ্গী ইজতেমা মাঠে সংঘটিত সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে করে।

এ সময় তারা টঙ্গীবাড়ী উপজেলার সাব-রেজিস্ট্রার কার্যালয়ের পেছনে থাকা একটি মসজিদে তাবলিগ জামাত (সাদপন্থি) ৯ জন ইন্দোনেশিয়ান নাগরিক ও দুই বাংলাদেশি নাগরিকের সন্ধান পান। পরে তারা তাদের মসজিদ থেকে বের করে দেওয়ার উদ্দেশে রওনা হলে খবর পেয়ে পুলিশ ১১ জনকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নিয়ে যায়।

বিদেশি ইন্দোনেশিয়ান নাগরীকরা হলেন কসোয়ারা, জেনি চাহিয়া, আইয়ান গিম্ধি, আরেফিন, আবু সালাম, ইসমাইল, মাওলানা এহসান, খাইরুল আজমী, ওয়াহিদ হাসিম এবং বাংলাদেশী নাগরিক হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার এনামুল হক ও বরগুনা জেলার জসিম উদ্দিন।

টঙ্গীবাড়ী থানার এসআই রনি জানান, বিদেশি নাগরিকদের পুলিশি হেফাজতে নিয়ে তাদের নিরাপদ জায়গায় দিয়ে আসা হয়েছে।

  • চেষ্টা
  • বিদেশি
  • মুন্সীগঞ্জ
  • মুসল্লি
  • সাদপন্থি
  • হামলা
  • #