বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনা : দুই জনকে বহিষ্কার জামায়াতের

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

কুমিল্লার চৌদ্দগ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই ওরফে কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় এবার দুই সমর্থককে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। সোমবার রাত ৮টার দিকে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি মু. বেলাল হোসাইন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত জামায়াত সমর্থকেরা হলেন মু. আবুল হাশেম ও মু. অহিদুর রহমান। আবুল হাশেম চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের প্রয়াত আবদুল বারেকের ছেলে এবং অহিদুর একই গ্রামের প্রয়াত শফিকুর রহমানের ছেলে। ওই মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার সময় ধারণ করা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, জুতার মালা পরানোর পর ওই দুজন ব্যক্তি মুক্তিযোদ্ধার বাবার দুই হাত ধরে টানাহেঁচড়া করছেন।

কুমিল্লা দক্ষিণ জেলার জামায়াতের আমির মু. শাহজাহান, সেক্রেটারি সরওয়ার উদ্দিন ছিদ্দিকী, চৌদ্দগ্রাম উপজেলা আমির মু. মাহফুজুর রহমান ও উপজেলা সেক্রেটারি মু. বেলাল হোসাইনের পক্ষে দেওয়া যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

জামায়াত নেতারা জানান, চৌদ্দগ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সংগঠনের নজরে আসে। তারা এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলে উল্লেখ করে তাদের প্রতি এমন আচরণকে অগ্রহণযোগ্য ও নিন্দনীয় বলে অভিহিত করেছেন।

  • জামায়াত সমর্থক
  • বহিষ্কার
  • বীর মুক্তিযোদ্ধা
  • লাঞ্ছনা
  • #