এবার জাতীয় প্রেসক্লাবে জিন্নাহর জন্মদিন পালন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

মৃত্যুবার্ষিকীর পর এবার জাতীয় প্রেসক্লাবে পালিত হয়েছে মুহাম্মদ আলী জিন্নাহর ১৪৮তম জন্মবার্ষিকী। এ সময় বক্তারা বলেছেন, বিগত ১৫ বছর মুহাম্মদ আলী জিন্নাহর নাম মুখে আনা বাংলাদেশে অলিখিতভাবে নিষিদ্ধ ছিল। অথচ আমরা কায়েদ ই আযমের জন্য আজ বাংলাদেশ পেয়েছি।

বুধবার (২৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে নবাব সলিমুল্লাহ একাডেমি আয়োজিত ‘কায়েদ ই আযম মুহাম্মদ আলী জিন্নাহর ১৪৮তম জন্মবার্ষিকী’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

সেমিনারে নাগরিক পরিষদের আহ্বায়ক মো. শামসুদ্দিন বলেন, আমরা প্রথম মুসলিম দেশ হিসেবে স্বাধীন হয়েছিলাম ১৯৪৭ সালে। আমরা কায়েদ ই আযমের জন্য আজ বাংলাদেশ পেয়েছি। ১৯৪৭ সালে তারা যদি এই দেশে না আসতো তাহলে বাংলাদেশে কোনও শিল্প-কারখানা গড়ে উঠত না। অপারেশন সার্চ লাইটের আগে ভারত আমাদের উর্দুদের ওপর হামলা করেছিল। তারা চেয়েছিল উর্দুদের হত্যা করতে পারলে বাংলাদেশকে কব্জায় নিতে পারবে। বাংলাদেশে যেসব উর্দুভাষী আছেন তাদের পূর্বপুরুষরা এখানে শিল্প-কারখানা গড়ে তোলার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

গণঅধিকার পরিষদের একাংশের সদস্য সচিব ফারুক হাসান বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে বোঝাতে চেয়েছে ভারত না হলে বাংলাদেশ স্বাধীন হতে পারতো না। এটা সম্পূর্ণ মিথ্যা। ভারত শুধু চেয়েছিল বাংলাদেশ যেন পাকিস্তান থেকে আলাদা হয়ে যায়।

ইন্ডিয়ান বংশদ্ভূত উর্দুভাষী সংখ্যালঘু কাউন্সিল বাংলাদেশের সেক্রেটারি জেনারেল আফজাল ওয়ার্সী বলেন, ভারতের কারণে আমরা দুই দেশের মধ্যে ভাগ হয়ে গেলাম। তাদের কারণে আমরা দুই ভাই (বাংলাদেশ ও পাকিস্তান) যুদ্ধ করলাম। আমরা মুসলিমরাই যুদ্ধে নিহত হলাম। কী লাভ হলো? আমরা ভারতের তাবেদার হয়ে গেলাম।

প্রসঙ্গত, এর আগে গত ১১ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মুহাম্মদ আলী জিন্নাহর ৭৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে নবাব সলিমুল্লাহ একাডেমি।

  • জন্মদিন
  • জাতীয় প্রেসক্লাব
  • জিন্নাহ
  • পালন
  • #