স্ত্রীকে খুন করে শ্যালিকাকে ফোন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৯ ঘন্টা আগে

নীলফামারীর সৈয়দপুরে তালাবদ্ধ ঘর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলা গোয়ালপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। গৃহবধূ শবনম আক্তার (২৮) উপজেলার হাতিখানা এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী এবং দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভবানীপুর এলাকার আব্দুর রহমানের মেয়ে।

শবনমের ছোট বোন রুস্কি আক্তারের ভাষ্য, মঙ্গলবার সন্ধ্যায় দুলাভাই তাকে মোবাইলফোনে বলেন, তোর বোনকে মেরে ফেলে রেখেছি। তোরা এসে লাশ নিয়ে যা…। আমি থানায় গিয়ে আত্মসমর্পণ করব। তিনি এটাকে দুলাভাইয়ের পাগলামি মনে করেছিলেন। পরে তার দেওয়া ঠিকানায় গিয়ে দেখেন ভাড়া বাসায় তালাবদ্ধ ঘরে বড় বোনের লাশ পড়ে আছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দেড় মাস আগে ফুচকা ব্যবসায়ী জাহাঙ্গীরের সঙ্গে শবনমের প্রেমের সম্পর্ক থেকে বিয়ে হয়। তার আগের ঘরে স্ত্রী ও দুই সন্তান রয়েছে। সোমবার দুপুরে এ দম্পতি গোয়ালপাড়া এলাকার আক্তারী বেগমের একটি রুম ২ হাজার টাকায় ভাড়ায় নেয়। গভীর রাতে পাশের ভাড়াটিয়া দুজনের মধ্যে বাগবিতণ্ডার ও মারামারি শব্দ শুনতে পান। মঙ্গলবার রাতে গৃহবধূর মা ও ছোট বোন এসে ঘরের জানালা দিয়ে দেখেন খাটের ওপর লেপ দিয়ে পেঁচানো অবস্থায় মরদেহ পড়ে আছে। এ সময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে তালা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে স্বামী জাহাঙ্গীর পলাতক।

গৃহবধূর মা ফারজানা বেগম বলেন, বিয়ের পর থেকেই জাহাঙ্গীর মেয়েকে বিভিন্নভাবে নির্যাতন করত। সম্প্রতি যৌতুকের জন্য চাপ দিলে তিনি এনজিও থেকে ৩০ হাজার টাকা ঋণ নিয়ে তার হাতে দেন। জাহাঙ্গীর ওই টাকা দিয়ে ব্যবসা না করে বিভিন্ন ধরনের নেশায় আসক্ত হয়ে পড়ে। নেশা করতে বাধা দেওয়ায় তাঁর মেয়েটিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, খবর পেয়ে তালা ভেঙে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর হত্যার কারণ জানা যাবে। স্বামী জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

  • খুন
  • ফোন
  • শ্যালিকা
  • স্ত্রী
  • #