রাজধানীর লালবাগের নবাবগঞ্জ বড় মসজিদের সামনে ধার দেওয়া ৩ হাজার টাকা ধার ফেরত চাওয়ার কারণে শাকিল নামে নিজ বন্ধুর ছুরিকাঘাতে মো. হুসাইন শুভ (৩৫) নামে এক মুরগি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
গত রোববার (২২ ডিসেম্বর) রাত আনুমানিক পৌনে ২টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শুভকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৭টায় ১০২ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।
নিহত শুভ নবাবগঞ্জের ৬০ নম্বর ডুরি আঙ্গুর লেনের আব্দুল সালামের ছোট ছেলে। তিনি লালবাগ এলাকায় মুরগির ব্যবসা করতেন।
শুভর ভাই শাহাদাত হোসেন জানান, শাকিল নামে এক বন্ধুর কাছে শুভ ৩ হাজার টাকা ধার দিয়েছিলেন। দীর্ঘদিন টাকা ফেরত না পাওয়ায় এই নিয়ে শাকিলের সঙ্গে তার মনোমালিন্য চলছিল। ঘটনার রাতে শুভ বাসায় ফেরার সময় শাকিল ও তার সঙ্গীরা তাকে নবাবগঞ্জ বড় মসজিদের সামনে আটকায় এবং ছুরিকাঘাত করে।
শুভ মৃত্যুর আগে তার চাচাতো ভাই শাহাদাতকে জানান, তাকে শাকিল ছুরি মেরেছে এবং তার সঙ্গে আরও দুইজন ছিল।
শুভর বাবা আব্দুল সালাম ছেলের মৃত্যুর খবরে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার সবচেয়ে আদরের ছেলেটা হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। নিহতের পরিবার দ্রুত দোষীদের গ্রেফতার ও শাস্তি দাবি করেছেন।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা জানান, শুভর পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে।