স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি সমন্বয়কের

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. তরিকুল ইসলাম। সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার কারণে এ দাবি করেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রফাইলে এক পোস্টে এ দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক।

তরিকুল ইসলাম বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে ব্যর্থতা এবং একই সাথে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সচিবালয়ের জুলাই বিপ্লবের ছাত্র প্রতিনিধিত্বকারী উপদেষ্টাদের মন্ত্রণালয়ের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ার পরও কিভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা তার চেয়ারে থাকেন? যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ তিনি কিভাবে দেশের নিরাপত্তা নিশ্চিত করবেন? অবিলম্বে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই।

  • দাবি
  • পদত্যাগ
  • সমন্বয়ক
  • স্বরাষ্ট্র উপদেষ্টা
  • #