একজন পরামর্শদাতা ও পথপ্রদর্শক হারালাম : রাহুল গান্ধী

: আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং মারা গেছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ৯টা ৫১ মিনিটে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে (এআইআইএমএস) মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। খবর এনডিটিভির।

রাহুল গান্ধী এক্সে এক শোকবার্তায় লিখেন, মনমোহন সিং জি অপার প্রজ্ঞা ও সততার সাথে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। তার নম্রতা এবং অর্থনীতির গভীর উপলব্ধি জাতিকে অনুপ্রাণিত করেছিল। তার স্ত্রী-পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি।

একই পোস্টে তিনি আরও লিখেন, মনমোহন সিং-এর মৃত্যুতে আমি একজন পরামর্শদাতা ও পথপ্রদর্শক হারালাম। আমার মতো লাখো অনুসারী তার পদচিহ্ন অত্যন্ত গর্বের সঙ্গে স্মরণ করবে।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা হওয়ার পর কংগ্রেসের কর্ণধার হিসেবে তার সন্তান রাহুল গান্ধী যখন রাজনীতিতে প্রবেশ করেন, তখন রাহুলের রাজনৈতিক গুরুর ভূমিকায় অবতীর্ণ হন মনমোহন সিং।

রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাও একটি শোকার্ত বার্তা প্রকাশ করেছেন। সেখানে তিনি লিখেছেন, রাজনীতিতে খুব কম মানুষই শ্রদ্ধেয়, তাদের মধ্যে মনমোহন সিংহ একজন। তার সততা আমাদের সবসময় প্রেরণা যোগায়। দেশকে সত্যিকার অর্থে ভালোবাসেন এমন ব্যক্তিদের মধ্যে অনেক উপরের স্থানে থাকবেন মনমোহন সিং। প্রতিপক্ষের দ্বারা অন্যায্য ও চরম ব্যক্তিগত আক্রমণের শিকার হওয়া সত্ত্বেও জাতির সেবা করার প্রতিশ্রুতিতে অবিচল ছিলেন তিনি।

প্রিয়াঙ্কা আরও লিখেন, জীবনের শেষ অবধি সত্যিকারের সমতাবাদী, জ্ঞানী, দৃঢ় ইচ্ছাশক্তিসম্পন্ন এবং সাহসী মানুষ হিসেবে ছিলেন তিনি। রাজনীতির রুক্ষ জগতে একজন অনন্য মর্যাদাবান ও ভদ্র মানুষ মনমোহন সিং।

এদিকে সাবেক প্রধানমন্ত্রীর মৃতুর কিছুক্ষণ পরেই এক্সে এক বার্তায় শোক প্রকাশ করেছেন বর্তমান প্রধানমত্রী নরেন্দ্র মোদি।

  • ভারতের সাবেক প্রধানমন্ত্রী
  • মনমোহন সিং
  • মৃত্যু
  • রাহুল গান্ধী
  • শোক প্রকাশ
  • #