মু্ক্তিযুদ্ধের কথা বলবে ‘নকশী কাঁথার জমিন’

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল অভিনেত্রী জয়া আহসানের ‘নকশী কাঁথার জমিন’ সিনেমাটি। শুক্রবার থেকে দেশের ছয়টি মাল্টিপ্লেক্সে দেখা যাবে সিনেমাটি। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছে সিনেমায়।

সিনেমার নির্মাতা আকরাম খান গ্লিটজকে জানিয়েছেন, স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি মল, সীমান্ত সম্ভার, সনি স্কয়ার ও বালি আর্কেডে সিনেমাটি দেখান হচ্ছে।এছাড়াও সিনেমাটি চলছে লায়ন সিনেমাস ও নারায়ণগঞ্জের সিনেস্কোপে।

সিনেমার গল্প নিয়ে পরিচালক আকরাম বলেন, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের গল্প। দুই বোন রাহেলা ও সালেহার গল্প। যুদ্ধের সময় তাদের পরিবারের মধ্যে একটা বিভক্তি তৈরি হয়। নিজেদের বাড়ির মধ্যেই যুদ্ধটা যেন চলতে থাকে। যুদ্ধের পর তারা দেখতে পায় মুক্তির সংগ্রামে তাদের জীবনের সবই হারিয়ে গিয়েছে। পরে তারা নকশিকাঁথার মধ্যে তাদের জীবনের সংগ্রামের আখ্যানটা নকশায় ফুটিয়ে তুলেন।

এতে দুই বোনের চরিত্রে জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি কাজ করেছেন; দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও রওনক হাসান। গুরুত্বপূর্ণ আরও দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।

রাহেলা চরিত্রটি নিয়ে জয়া আহসান বলেন, আমার রাহেলা চরিত্রের একটা চ্যালেঞ্জ ছিল। চরিত্রটি এমন বড় বোন রাহেলা হবে পাথরের মত একটা মানুষ। তার কোনো অভিব্যক্তি নেই, সে কখনো কাঁদে না। রাহেলা খুশি হলেও বোঝা যাবে না, দুঃখ পেলেও বোঝার উপায় নেই। তার কোনো অনুভূতি থাকবে না। এই চরিত্র করতে গিয়ে আমার চ্যালেঞ্জ এটাই ছিল যে আমি কখনোই চোখের পাতা ফেলতে পারব না। শুটিংয়ে এই জিনিসটা মাথায় রেখে কাজ করতে হত। আমাদের স্বভাবতই কয়েকবার করে আমরা চোখের পাতা ফেলি কিন্তু সেটা না করাই ছিল চ্যালেঞ্জ। সিনেমাটি সবাইকে দেখার আহ্বান জানিয়েছেন জয়া।

তিনি বলেন, আমাদের দেশের আমাদের মুক্তিযুদ্ধের গল্পের সিনেমা এটি। মুক্তিযুদ্ধ নিয়ে নারীদের যে বেদনা, সেসময়টা তারা কীভাবে জীবনযাপন করেছেন, যুদ্ধের পরেও তাদের যে জীবন সেটাও উঠে এসেছে সিনেমায়।

এর আগে ‘নকশী কাঁথার জমিন’ ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কার পেয়েছে। এছাড়া ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) আইসিএফটি-ইউনেসকো গান্ধী মেডেলের জন্য মনোনীত হয়েছিল সিনেমাটি।

  • চলচ্চিত্র
  • নকশী কাঁথার জমিন
  • মু্ক্তিযুদ্ধ
  • #