আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আকতার শিকদার নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি এলাকায় এই সংঘর্ষ ঘটে।
নিহত কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য। এছাড়া সংঘর্ষে একাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ নিয়ন্ত্রণে কাজ করছে তবে থেমে থেমে সংর্ঘষ চলছে।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার শেখ সাব্বির হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশসহ আছে এখন পর্যন্ত আমরা জেনেছি একজন নিহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।