ওয়েলস আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে বিজয় দিবস উদযাপন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

বৃটেনের কার্ডিফ শহরে গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) যুক্তরাজ্য আওয়ামী লীগ ওয়েলস শাখার উদ্যোগে বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

ওয়েলস আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালিকের সঞ্চালনায় সভার শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাসহ মুক্তিযোদ্ধে অবদানকারী সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

আলোচনা সভায় ওয়েলস আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মল্লিক মোসাদ্দেক আহমেদ, দফতর সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, ওয়েলস যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আহমদ শিবুল, সাবেক ছাত্রনেতা আব্দুল ওয়াহিদ বাবুল, ওয়েলস যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমদ, সিনিয়র সহ সভাপতি আবুল কালাম মুমিন, আব্দুর রুউফসহ আওয়ামী লীগ, যুবলীগ ও সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা ও মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোসহ মুক্তিযুদ্ধের বিজয়কে সমুন্নত রাখতে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে দেশবিরোধী অপশক্তির সকল অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রতি দৃপ্ত শপথের আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।

  • আওয়ামী লীগ
  • উদযাপন
  • ওয়েলস
  • বিজয় দিবস
  • যুবলীগ
  • #