সিরাজগঞ্জে নিখোঁজের দুইদিন পর মিলল যুবকের লাশ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে
প্রতীকী ছবি

সিরাজগঞ্জ সদরে কাটাখালি নদ থেকে নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার দুই দিন পর শনিবার দুপুরে নদের কচুরিপানায় মৃতদেহটি পাওয়া যায় বলে জানান শহরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির এসআই মোস্তাকিন হোসেন। মৃত মো. আরিফ (৩৫) শহরের কোলগয়লা (পিটিআই) এলাকার শহিদুল ইসলামের ছেলে।

এসআই মোস্তাকিন হোসেন বলেন, আরিফ মাদকাসক্ত ছিল। বৃহস্পতিবার রাতে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি।

শনিবার দুপুরে স্থানীয়রা নদে মৃতদেহ দেখে থানায় খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, আরিফের মাথায়, কানে ও চোখে আঘাতের চিহ্ন আছে। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় সদর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান এসআই মোস্তাকিন হোসেন।

  • নিখোঁজ যুবক
  • লাশ
  • সিরাজগঞ্জ
  • #