বিপিএল শুরুর আগমুহূর্তে বিসিবিতে ভাঙচুর

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টিকিট নিয়ে পুরোনো ঝামেলাটা থেকেই গেল। টুর্নামেন্টের আগের দিন ও শুরুর দিন-দুই দিনই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে ভক্ত-সমর্থকদের বিক্ষোভ দেখা গেছে। উদ্বোধনী ম্যাচ হওয়া নিয়েও দেখা দিয়েছে সংশয়।

ফরচুন বরিশাল-দুর্বার রাজশাহী ম্যাচ দিয়ে মিরপুরে আজ বেলা দেড়টায় শুরু হচ্ছে বিপিএলের ১১তম আসর। তামিম ইকবাল নেতৃত্ব দেবেন বরিশালকে। টুর্নামেন্টে রাজশাহীর অধিনায়ক তাসকিন আহমেদ। কিন্তু ১১তম বিপিএল শুরু হতে যখন দুই ঘণ্টাও বাকি নেই, সেই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামের মূল ফটকের সামনে দেখা গেছে মানুষের জটলা। মূল ফটক আটকে টিকিট প্রত্যাশীরা বিক্ষোভ করছেন। বিক্ষুব্ধ জনতা গেট ভাঙচুর করেছেন। ব্যানার-ফেস্টুনও ছিঁড়ে ফেলেছেন। এমনকি আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহত হয়েছেন। এই ঘটনায় ক্রিকেটাররা উদ্বিগ্ন।

১১তম বিপিএলের টিকিট কীভাবে, কত টাকায় পাওয়া যাবে সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। মিরপুর ১১, মতিঝিল, গুলশান, ধানমণ্ডি, কামরাঙ্গিরচড়, উত্তরা, পল্টন স্কাউট বিল্ডিং- মধুমতি ব্যাংকের এই সাত শাখায় আজ বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পাওয়া যাবে টিকিট। তারপরও টিকিট নিয়ে এই চরম বিশৃঙ্খলা চলছেই।

  • দুর্বার রাজশাহী
  • ফরচুন বরিশাল
  • বিপিএল
  • বিসিবি
  • #