সীমানাঘেঁষা আরাকান রাজ্য এখন বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রণে : স্বরাষ্ট্র উপদেষ্টা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

মিয়ানমারের সঙ্গে সরকার যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশের সীমানাঘেঁষা মিয়ানমারের আরাকান রাজ্য এখন বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রণে নিয়েছে। এ কারণে দেশটির বিপ্লবী গোষ্ঠীর পাশাপাশি জান্তা সরকারের সঙ্গেও যোগাযোগ রাখছে বাংলাদেশ।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে সীমান্ত ঘুরে টেকনাফের দমদমিয়াস্থল নাফ নদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন জেটি ঘাটে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান পরিস্থিতিতে সীমান্তবাসীর জানমালের নিরাপত্তায় বিজিবি ও অন্যান্য বাহিনী প্রস্তুত রয়েছে। সীমান্তে যেকোন পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি। এছাড়া সীমান্ত এখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। সীমান্তে প্রতিটি বিওপিতে বিজিবির জনবল বৃদ্ধি করা হয়েছে। নাফনদে বিজিবি ও অন্যান্য বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

তিনি বলেন, কিছু দুষ্কৃতকারী দালাল চক্রের মাধ্যমে সীমান্তে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটেছে। সম্প্রতি মিয়ানমার পরিস্থিতিতে নতুন করে ৬০ হাজার রোহিঙ্গা ঢুকেছে। তারা এখনো অনিবন্ধিত হলেও মানবিক সব সুযোগ-সুবিধা তাদের দেওয়া হচ্ছে।

  • আরাকান রাজ্য
  • নিয়ন্ত্রণ
  • বিদ্রোহী গোষ্ঠী
  • সীমানাঘেঁষা
  • স্বরাষ্ট্র উপদেষ্টা
  • #