গাইবান্ধার ফুলছড়িতে সুপ্রিমকোর্টের বিচারপতি খুরশীদ আলম সরকারের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আক্তার হোসেন (৪৫) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে উপজেলার কালির বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আক্তার হোসেন উপজেলার পারুলের চর (চর ফুলছড়ি) এলাকার বাসিন্দা। তিনি ফুলছড়ি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমানে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।
বৃহস্পতিবার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান। তিনি জানান, শনিবার দুপুরে উপজেলার কালির বাজার এলাকায় বিচারপতি খুরশিদ আলম সরকারের বাসভবনের কাছাকাছি এলাকায় হাঁটাহাঁটি করছিলেন। চাঁদার টাকা আনতে তিনি সেখানে যান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন বিচারপতি। এর আগেও ২০২৪ সালের ৬ আগস্ট হোয়াটসঅ্যাপে বিচারপতির কাছে চাঁদা দাবি করেন অভিযুক্ত আক্তার হোসেন।
ওসি আরও বলেন, এ ঘটনায় অভিযুক্ত আক্তার হোসেনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে ফুলছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নান্টু বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে, তাকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় আক্তার হোসেনের বিরুদ্ধে দলীয় ফোরামে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।