ক্যাম্পাস প্যাট্রলের নামে ঢাবিতে ছাত্র ইউনিয়নের ২ নেতাকে হেনস্তার অভিযোগ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

থার্টি ফার্স্ট নাইটে ছাত্র ইউনিয়নের (একাংশ) দুই নেতাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মাদক বহনের অভিযোগ এনে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। তারা বলেছে, নিরাপত্তার অজুহাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কর্মকাণ্ড শিক্ষার্থীদের সাধারণ নাগরিকদের মুখোমুখি দাঁড় করাচ্ছে।

বুধবার ( ১ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ছাত্র ইউনিয়ন। সংগঠনের দপ্তর সম্পাদক মাঈন আহমেদ বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তথাকথিত নিরাপত্তার কথা বলে ‘ক্যাম্পাস প্যাট্রল’ নামে একটি সংঘবদ্ধ মব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হেনস্তার বিভিন্ন অভিযোগ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্র ইউনিয়নের নজরে এসেছে। নিরাপত্তার অজুহাতে প্রক্টরিয়াল টিমের কর্মকাণ্ড শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের যেমন ভোগান্তির সম্মুখীন করছে, একই সঙ্গে শিক্ষার্থীদের সাধারণ নাগরিকদের মুখোমুখি দাঁড় করাচ্ছে। প্রক্টরিয়াল টিমের অযাচিত কাজের ধারাবাহিকতায় ৩১ ডিসেম্বর রাতে এ ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তিন শিক্ষার্থী, যাঁদের দুজন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সদস্য। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

ছাত্র ইউনিয়নের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণে ছাত্র ইউনিয়নের সহসভাপতি শিমুল কুমার পাল, চারুকলা অনুষদ শাখার সদস্য মৃধা রাইয়ান এবং চারুকলা অনুষদের শিক্ষার্থী আবদুল আহাদকে মাদক বহন করার অভিযোগ তুলে হেনস্তা করে ক্যাম্পাস প্যাট্রল টিম ও বিএনসিসির নেতৃত্বে সংঘবদ্ধ মব।

বিশ্ববিদ্যালয়ের মতো জনপরিসরে নিরাপত্তার অজুহাতে সাধারণের ব্যক্তিগত পরিসর নিয়ে পুলিশিংকে ‘অসহিষ্ণুতার চরম প্রকাশ’ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং প্রক্টরিয়াল বডির কাছে বিশ্ববিদ্যালয়ের বিধির বাইরে গিয়ে ক্যাম্পাস প্যাট্রল নামে গঠিত এই সংঘবদ্ধ মব কর্তৃক মোরাল পুলিশিং বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

  • ছাত্র ইউনিয়ন
  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • হেনস্তা
  • #