হুসাইন ব্যাপারী নামের ১৩ বছরের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, ওই কিশোরকে হত্যার পর তার ব্যাটারিচালিত রিকশা ছিনতাই করা হয়েছে।
ফরিদপুর শহরের ভাটি লক্ষ্মীপুরে একটি মহিলা মাদরাসার পাশে মেহগনি বাগান থেকে আজ শুক্রবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। কিশোর হুসাইন ব্যাপারী শহরের চর টেপাখোলা ব্যাপারীপাড়ার মৃত খোকা ব্যাপারী ছেলে। গত এক সপ্তাহ আগে তার বাবা মারা যান।
স্থানীয়রা জানায়, আজ সকালে ওই কিশোরের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশসহ সিআইডির ক্রাইম সিনের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ব্যাটারিচালিত রিকশা ছিনতাই করে ওই কিশোরকে হত্যা করা হয়।
নিহত হুসাইনের চাচাতো ভাই ওবায়দুর রহমান জানান, তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট হুসাইন। বড় বোনদের বিয়ে হয়ে গেছে। এক সপ্তাহ আগে তার বাবা মারা যাওয়ার পর উপার্জনের অবলম্বন হিসেবে হুসাইনকে একটি নতুন রিকশা কিনে দেন আত্মীয়-স্বজনরা। সেই রিকশা নিয়ে সর্বশেষ বৃহস্পতিবার বিকেলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ ছিল সে।
রাতে বাড়িতে না ফেরায় এলাকায় মাইকিংও করা হয়। এরপর শুক্রবার সকালে লোক মারফত তার মরদেহ পাওয়া গেছে বলে তারা জানতে পারেন।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, ছেলেটিকে গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।