সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, যদি কেউ মুক্তিযুদ্ধকে কবর দিতে আসে, তবে আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা একাত্তরের মতো আবারও রুখে দাঁড়াব। শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবির সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আমরা অস্ত্র জমা দিয়েছি, কিন্তু ট্রেনিং জমা দেইনি। মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করতে হলে আমাদের আবারও ঐক্যবদ্ধ হয়ে সামনে এগোতে হবে।
তিনি মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও চেতনা রক্ষার আহ্বান জানিয়ে বর্তমান সরকারের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন।
এসময় সিপিবির অন্যান্য নেতারাও বক্তৃতা দেন, যেখানে দেশের অর্থনীতি, গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।